2024-04-26 10:41:01 am

মাদারীপুরে দুর্ঘটনায় ওয়ার্কার্স পার্টির নেতাসহ নিহত ২

www.focusbd24.com

মাদারীপুরে দুর্ঘটনায় ওয়ার্কার্স পার্টির নেতাসহ নিহত ২

০১ ডিসেম্বার ২০১৯, ১৮:৫৯ মিঃ

মাদারীপুরে দুর্ঘটনায় ওয়ার্কার্স পার্টির নেতাসহ নিহত ২

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ওয়ার্কার্স পার্টির নেতাসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। আজ রোববার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ও শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কালিকাপুর এলাকার আবদুল হাই মুনশি (৬৫)। তিনি জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য ছিলেন। এ সময় আহত হন চারজন। অপরজন শিবচর উপজেলার নলগোড়া এলাকার আবদুল হক (৫৫)। তিনি পাঁচ্চর বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা একটার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে মাদারীপুরগামী ইটবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকের ৫ যাত্রী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের সবাইকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য আবদুল হাইকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে বেলা ৩টার দিকে শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ব্যাপারী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই লরিকে (ট্রাক্টর) ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাদাম বিক্রেতা আবদুল হক বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া বাসের ধাক্কায় ট্রাক্টরে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, মাদারীপুরে আলাদা দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করেছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :