28 March 2025, 06:25:53 AM, অনলাইন সংস্করণ

নয়াপল্টনে সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নয়াপল্টনে সমাবেশে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
16px

চারবারের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশ আজ। কেন্দ্রঘোষিত সমাবেশকে ঘিরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশে এলাকায় টানানো হয়েছে মাইক।

বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্র নেতারা বক্তব্য রাখবেন।

শেখ হাসিনা সরকারের পতনের আগে বিএনপির সমাবেশে যেমন বাধা-হয়রানির শিকার হতেন নেতাকর্মীরা আজ তার কোনোটাই ভুগতে হয়নি তাদের। তেমনি নয়াপল্টন ও এর আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি।

  • সর্বশেষ - রাজনীতি