2024-10-06 05:26:08 pm

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

www.jagrotabangla.com

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

০৮ আগষ্ট ২০২৪, ১৫:৫৪ মিঃ

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ প্রধানমন্ত্রী আহমেদ হাশানিকে বরখাস্ত করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সামাজিক বিষয়ক মন্ত্রী কামেল মাদৌরি। তিউনিসিয়ার প্রেসিডেন্ট বুধবার গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে।

গত বছরের আগস্টে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে হাশানির নাম ঘোষণা করা হয়েছিল। তাকে বরখাস্ত করার কয়েক ঘণ্টা আগে, হাশানি একটি ভিডিও বার্তায় বলেছিলেন, দেশের খাদ্য ও শক্তির চাহিদা সুরক্ষিত করাসহ বিশ্বব্যাপী চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি অর্জন করেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে পানি সরবরাহ কমে যাওয়াকে কাইস সাইদ ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তবে দেশটির কৃষি মন্ত্রণালয় বলছে, বাঁধে পানির স্তর অত্যন্ত সংকটজনক এবং তা ২৫ শতাংশে নেমে গেছে।

আগামী অক্টোবরে উত্তর আফ্রিকার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট সাইদ ইতোমধ্যে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে বিরোধী দল, মানবাধিকার গোষ্ঠী এবং প্রার্থীদের দমনপীড়নের অভিযোগ রয়েছে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :