16 September 2024, 06:30:27 AM, অনলাইন সংস্করণ

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অ‌ভিনন্দন শেহবাজ শরীফের

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে অ‌ভিনন্দন শেহবাজ শরীফের
16px

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সয়ে এক পো‌স্টে অ‌ভিনন্দন জানান।

শেহবাজ শরীফ ব‌লেন, ‘বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশকে একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করার ক্ষেত্রে তার সাফল্য কামনা করছি।’

পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী ব‌লেন, ‘আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে নতুন সরকা‌রের স‌ঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’ উল্লেখ্য, বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার  নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক