2025-07-09 11:37:57 pm

রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি

www.jagrotabangla.com

রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি

০৯ জুলাই ২০২৫, ১২:৫২ মিঃ

রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি

ফিফা ক্লাব বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (বাংলাদেশ সময় রাত ১টা) ইউরোপীয় দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) মুখোমুখি হচ্ছে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে। এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

গত মৌসুম শেষে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। এরপর চ্যাম্পিয়নস লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার পিএসজির খেলা হলেও প্রতিপক্ষ হিসেবে মাঠে নামা হয়নি তার। এবার ভাগ্যই যেন তাঁকে মুখোমুখি দাঁড় করিয়েছে নিজের পুরনো সতীর্থদের বিপক্ষে।

এর আগে প্রথম সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট চেলসি। এবার দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে আজ রাতের এই বহুল প্রতীক্ষিত লড়াইয়ে।

রিয়ালের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপে সাবেক ক্লাবের বিরুদ্ধে কীভাবে পারফর্ম করেন, তা দেখতে মুখিয়ে আছেন ভক্ত-সমর্থকরা। পিএসজি কোচ লুইস এনরিকে অবশ্য অতীত টানতে নারাজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি অতীত নিয়ে কথা বলতে চাই না। আমরা ভবিষ্যতের দিকেই নজর দিচ্ছি।'

তবে রিয়ালের বিপক্ষে ম্যাচটিকে বাড়তি অনুপ্রেরণার বলে উল্লেখ করেছেন এনরিকে। 'বিশ্বের সবচেয়ে সফল ক্লাবের বিরুদ্ধে খেলা সবসময়ই একটি বিশেষ উপলক্ষ,' বলেন সাবেক বার্সেলোনা কোচ।

খেলাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে, যেখানে বর্তমানে প্রচণ্ড গরম ও আর্দ্রতা বিরাজ করছে। মঙ্গলবার চেলসি ও ফ্লুমিনেন্সের ম্যাচ চলাকালীন তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তার সঙ্গে ৫৪ শতাংশের বেশি আর্দ্রতা যুক্ত হয়ে খেলোয়াড়দের জন্য পরিস্থিতি কঠিন করে তোলে। ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ হিট অ্যালার্টও জারি করেছিল।

এ প্রসঙ্গে এনরিকে বলেন, 'এই ধরনের আবহাওয়া খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হলেও আমরা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছি। বিশ্বকাপেও এমন পরিস্থিতিতে খেলতে হয়েছে। তাই এটা এখন আমাদের কাছে নতুন কিছু নয়।'

দুই ক্লাবের সর্বশেষ পাঁচ দেখায় পরিসংখ্যান বলছে, লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পাঁচ ম্যাচে দুটি করে জয় পেয়েছে পিএসজি ও রিয়াল, আর একটি ম্যাচ হয়েছে ড্র। ফলে সেমিফাইনালে কে জিতবে, তা বলা কঠিন। পিএসজির লক্ষ্য প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা ছোঁয়া, অন্যদিকে ইতিহাসে সবচেয়ে সফল ইউরোপিয়ান ক্লাব রিয়াল মাদ্রিদ চাইবে আরেকটি শিরোপা যোগ করতে ট্রফি ক্যাবিনেটে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :