20 September 2024, 04:05:37 AM, অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব হলেন শাব্বীর আহমদ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব হলেন শাব্বীর আহমদ
16px

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী একান্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাব্বীর আহমদ। উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাব্বীর আহমদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৫ম গ্রেড ও এতদসংশ্লিষ্ট সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। এর আগে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সাংবাদিক শফিকুল আলম। তিনি বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান।

  • সর্বশেষ - জাতীয়