20 September 2024, 02:29:08 AM, অনলাইন সংস্করণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে : অর্থ উপদেষ্টা
16px

মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কৌশল নির্ধারণ শীর্ষক এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য উৎপাদন, বিপণন ও সরবরাহ চেইনে সহায়তা এবং নজরদারি বাড়ানো হবে।একই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে মূল্যস্ফীতির চাপ কমে আসবে।

  • সর্বশেষ - জাতীয়