3 October 2024, 08:54:28 PM, অনলাইন সংস্করণ

দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল আজ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল আজ
16px

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু, সুস্থতা এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ শুক্রবার সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি। এদিন বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে, বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় তাঁর বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার গুলশানে তাঁর বাসভবন ফিরোজায় প্রধান নিরাপত্তা সমন্বয়ক কর্নেল (অব.) মোহাম্মদ ইসহাক মিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তারা কাজ শুরু করেন। গত মঙ্গলবার বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তি দেয় সরকার। তবে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ - রাজনীতি