১৭ আগষ্ট ২০২৪, ১৮:১৩ মিঃ
আরও দুই দিন আগে লা লিগার নতুন মৌসুমের পর্দা উঠেছে। তবে বার্সেলোনা মাঠে নামছে আজ। ভ্যালেন্সিয়ার মাঠ মাস্তেয়ায় আতিথ্য নেবে কাতালানরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ সাত দেখায় ছয়বারই জয়ী হয়েছে বার্সা। আজ রাতেও কাতালানদের জয়ের পূর্বানুমান ফুটবল বোদ্ধাদের।
হ্যানসি ফ্লিকের কাছে আরও বড় প্রত্যাশা বার্সার, শিরোপা জয়ের। ক্লাব কিংবদন্তির জাভি হার্নান্দেজকে সরিয়ে কোচের চেয়ারে বসানো হয়েছে এই জার্মানকে। ফ্লিক ন্যু ক্যাম্পে ট্রফি ফিরিয়ে আনতে পারেন কি না এটা বলবে সময়, তবে কাজটা বড্ড কঠিন।
কিলিয়ান এমবাপ্পে ও এন্ড্রিকে যোগ দেওয়ায় আরও বেড়েছে চ্যাম্পিয়ন রিয়ালের শক্তি। বার্সার স্কোয়াডেও নতুন অন্তর্ভুক্তি হয়েছে পাউ ভিক্তর এবং স্পেনের ইউরোজয়ী তারকা দানি ওলমো। নিকো উইলিয়ামসকেও দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে তারা। মাঠের খেলার পাশাপাশি তাই দলবদলের বাজারেও বাড়তি মনোযোগ থাকবে বার্সার।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :