১৮ আগষ্ট ২০২৪, ১৫:৪৬ মিঃ
কোটাসংস্কার আন্দোলনের সময় রংপুরে গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় একটি নতুন মামলা হয়েছে। রবিবার সকালে রংপুর আদালতে মামলাটি দায়ের করেন নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী ।
মামলায় পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল-মামুন চৌধুরী, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন, শিক্ষক ও ছাত্রলীগ নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামিও করা হয়েছে। মামলার বাদী রমজান আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুরে কোটাসংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আবু সাঈদ। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্কের মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
পরদিন ১৭ জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। উল্লেখ্য, এর আগে পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :