অভিষেক রাঙাতে পারলেন না আলভারেজ
প্রকাশ :
ম্যানচেস্টার সিটি ছেড়ে ১ হাজার ২২৩ কোটি টাকায় স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন জুলিয়ান আলভারেজ। সোমবার দিবাগত রাতে অ্যাটলেটিকোর জার্সিতে লা লিগায় অভিষেক হয় তার। কিন্তু অভিষেকটা রাঙাতে পারেননি বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার। তার অভিষেক ম্যাচে অ্যাটলেটিকো পয়েন্ট হারিয়েছে ২-২ গোলে ড্র করে। এদিন ম্যাচের ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ সময় ভিয়ারিয়ালের আরনাউত দানজুমা গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য ২০ মিনিটেই সমতা ফেরায় অ্যাটলেটিকো।
এ সময় মার্কোস লরেন্তে গোল করেন। ৩৭ মিনিটে অ্যাটলেটিকোর কোকে আত্মঘাতী গোল করলে আবারও এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫ মি.) আলেক্সান্ডার সরলোথ গোল করে সমতা ফেরান। তাতে ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর অবশ্য উভয় দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি। তাতে লিগে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।