3 October 2024, 07:59:16 PM, অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সাতক্ষীরায় ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
16px

সাতক্ষীরা কলারোয়ায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার বাজারমূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়ায় তল্লাশি করে একটি ব্যাগ হতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা। জব্দ মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ - অন্যান্য