3 October 2024, 07:24:56 PM, অনলাইন সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩
16px

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর গুলশান এবং সোহায়েলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে বিষয়টি এখনও বলা যাচ্ছে না।

  • সর্বশেষ - সারাদেশ