3 October 2024, 07:04:33 PM, অনলাইন সংস্করণ

বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম
16px

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জরুরি সভায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন। তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে। এ ছাড়া বোর্ডের পরিচালনা পর্ষদে এসেছে আরও একটি পরিবর্তন। পরিচালক হিসেবে বিসিবিতে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বসে বোর্ডের জরুরি সভা। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন। পরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে বোর্ডের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত হন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম। ফারুক স্থলাভিষিক্ত হন পাপনের জায়গায়। ফাহিমকে মনোনীত করা হয় পরিচালক হিসেবে।

  • সর্বশেষ - খেলাধুলা