3 October 2024, 07:26:06 PM, অনলাইন সংস্করণ

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পাপন

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পাপন
16px

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান পাপন। তার কয়েকদিন পর এক বোর্ড পরিচালকের মাধ্যমে পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবেই পদত্যাগের ঘোষণা দিলেন পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে উঠেছিলেন নাজমুল হাসান পাপন। টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। বাংলাদেশ ক্রিকেটের উল্লেখযোগ্য অর্জনটাও ছিল তার সময়ে। যদিও নিজের মেয়াদের শেষদিকে কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয়বারের নিয়োগ, ক্রিকেটার এবং বোর্ডের একাধিক ব্যক্তির মধ্যে অন্তঃকলহ পরিবেশ কিছুটা হলেও বিষাক্ত হয়েছিল।

  • সর্বশেষ - খেলাধুলা