12 October 2024, 06:32:08 AM, অনলাইন সংস্করণ

আজ থেকে চেকে তোলা যাবে ৪ লাখ নগদ টাকা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

আজ থেকে চেকে তোলা যাবে ৪ লাখ নগদ টাকা
16px

আজ থেকে চেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা নগদ উত্তোলন করা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বলে ব্যাংকগুলোকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শ‌নিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থে‌কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক চার লাখের বে‌শি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

এর আগের সপ্তাহে নগদ তোলার সুযোগ ছিল সর্বোচ্চ ৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে নগদ উত্তোলনের সুযোগে আরও ১ লাখ টাকা বাড়িয়ে নতুন সীমা ঠিক করে দেওয়া হয়েছে। তারও আগে গত ১০ আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এর আগে গত ৮ আগস্ট বৃহস্প‌তিবার এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পারেনি গ্রাহক। ওই দিন শুধু বৃহস্প‌তিবা‌রের জন্য নি‌র্দেশনা দেওয়া হয়ে‌ছিল বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

  • সর্বশেষ - সারাদেশ