12 October 2024, 06:02:15 AM, অনলাইন সংস্করণ

রাওয়ালপিন্ডিতে টাইগারদের দাপট, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

রাওয়ালপিন্ডিতে টাইগারদের দাপট, জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
16px

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পরে বাংলাদেশ অলআউট হয় ৫৬৫ রানে। শেষদিনের লাঞ্চ বিরতি অবধি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে পাকিস্তান। স্বাগতিকরা এখনও পিছিয়ে ৯ রানে। উইকেটে আছেন রিজওয়ান ও আফ্রিদি। রিজওয়ান ২২ ও আফ্রিদি ১ রানে ক্রিজে আছেন।

এর আগে, দিনের শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলেন হাসান মাহমুদ। দিনের দ্বিতীয় ওভারেই শান মাসুদকে ফেরান হাসান। ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে ক্যাচ আউট এর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক শান্ত। পরবর্তীতে দেখা যায় বল ব্যাট লেগেছে। ৩৭ বলে ১৪ রান করে ফেরেন তিনি।

এরপর আক্রমণে আসেন পেসার নাহিদ রান। দলীয় ৬৬ রানের মাথায় নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন বাবর আজম। ৫০ বলে ২২ রান করে ফেরেন তিনি। নাহিদের পর বোলিং আক্রমণে এসেই দুই উইকেট নেন সাকিব আল হাসান। আর তার সঙ্গে যোগ দেন আরেক স্পিনার মেহেদী মিরাজ। সবমিলিয়ে বেশ চাপে পাকিস্তান। ম্যাচ বাঁচানো এখন বেশ কঠিন স্বাগতিকদের জন্য। তবে, জয়ের সুভাস পাচ্ছে বাংলাদেশ।

  • সর্বশেষ - খেলাধুলা