8 October 2024, 12:03:18 AM, অনলাইন সংস্করণ

না জানিয়ে ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়ল মোদির বিমান!

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

না জানিয়ে ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়ল মোদির বিমান!
16px

সম্প্রতি পোল্যান্ড সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ চার দশক পর দেশটিতে সফরে যান কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

বৈঠকে দিয়েছেন শান্তির বার্তা। তবে ফেরার পথে মোদির বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে বলে খবর চাউর হয়েছে। এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রী ‘গুড উইল’ বার্তা দেননি।

পাকিস্তানের বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে ফেরার পথে মোট ৪৬ মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান। সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ১ মিনিট পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে মোদির বিমান। ইসলামাবাদ আরও অভিযোগ করেছে, ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ‘গুড উইল’ বার্তা দেননি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি পাকিস্তান সরকার।

  • সর্বশেষ - আন্তর্জাতিক