টেকনাফে ২২ হাজার ইয়াবাসহ মাদক কারবারী আটক
প্রকাশ :
কক্সবাজারের টেকনাফের ডেইল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটক মাদক কারবারী টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার নুর মোহাম্মদের ছেলে আবু তাহের (৩৩)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারী জানায় যে, সে ও পলাতক মাদক কারবারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা সংগ্রহ এবং চাহিদা মোতাবেক কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করতো। তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।