3 October 2024, 08:59:15 PM, অনলাইন সংস্করণ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করলো ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করলো ইরান
16px

ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান। রবিবার ইরানের সশস্ত্র বাহিনী চূড়ান্ত প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, কোনও শত্রুর হামলা নয়, বৈরি আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার।

গত ১৯ মে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ হারান ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই দুর্ঘটনায় নিহত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানসহ আরও কয়েকজন। এই ঘটনায় ইরানজুড়ে কয়েকদিন ধরে চলে রাষ্ট্রীয় শোক। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। সব আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে দাফন করা হয় ইব্রাহিম রাইসিকে।

শুরু থেকেই রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসতে শুরু করে নানা প্রতিক্রিয়া। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন অনেকে। কারণ জানতে দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি দল তদন্ত শুরু করে। পরপর প্রতিবেদনও দেয় দলটি। প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। এর সঙ্গে কোনও ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই বলে জানায় দলটি।

  • সর্বশেষ - আন্তর্জাতিক