মামলা থেকে অব্যাহতি পেলেন আমির হামজাসহ ৬ বক্তা
প্রকাশ :
রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আলোচিত ইসলামি বক্তা মো. আমির হামজা ও হারুন ইজহারসহ ছয়জনকে মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ আদেশ দেন।
অব্যাহতি পাওয়া অপর আসামিরা হলেন- মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন। মুফতি আমির হামজা কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ডাবিরাভিটার রিয়াজ উদ্দিন সর্দারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
ওয়াজ-মাহফিলে ইসলামি বক্তা মুফতি আমির হামজা অল্প বয়সেই কোরআনের হাফেজ হন। কওমি মাদরাসা থেকে মুফতি হন। পাশাপাশি আলিয়া মাদরাসা থেকে দাখিল ও আলিমে ভালো ফলাফল অর্জন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আল-কুরআন এর ওপর অনার্স ও মাস্টার্স পাস করেন।