20 September 2024, 09:45:21 AM, অনলাইন সংস্করণ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৪৭ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৪৭ জন নিহত
16px

ইউক্রেনের পোলতভা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এ হামলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। প্রথমে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি হাসপাতালে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের দাবি, বোমা শেল্টারে যাওয়ার সময় অনেকে এই হামলার শিকার হয়েছে। বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই এ হামলা হয়।

বিবিসি জানিয়েছে, হামলায় সম্ভবত ইস্কান্দর-এম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার রাতে ক্রিমিয়া থেকে ইস্কান্দর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক