3 October 2024, 07:37:15 PM, অনলাইন সংস্করণ

সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ খান

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ খান
16px

২০২৩ সালটা ছিল শাহরুখ খানের প্রত্যাবর্তনের বছর। প্রায় চার বছরের বিরতি নিয়ে গত বছর তিনটি ছবি মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটি ছবির মধ্যে প্রথম দু’টির ব্যবসা ১০০০ কোটি রুপি ছাড়িয়েছিল। বছর ভর এমন সাফল্য। তাতেই বিনোদন জগতের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন শাহরুখ। এ বার, ২০২৪ সালে ৯২ কোটি টাকা কর দিয়েছেন তিনি। পিছনে ফেলে দিলেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খান, বিরাট কোহলিদের।

২০২২ সালে বিনোদন জগতের সবোর্চ্চ করদাতা ছিলেন অক্ষয় কুমার। এ বার তাকে ছাপিয়ে গেলেন শাহরুখ। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী ছবির তারকা বিজয় থলপতি। ২০২৪ সালে ৮০ কোটি টাকার কর দিয়েছেন তিনি। সিনেমা, বিজ্ঞাপন সব মিলিয়ে তিনিই দ্বিতীয় তারকা যিনি সব থেকে বেশি কর দিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সলমন খান। তিনি ৭৫ কোটি টাকা কর দিয়েছেন।

চতুর্থ স্থানে অমিতাভ বচ্চন। তার দেওয়ার করের অঙ্ক হল ৭১ কোটি টাকা। ৬৬ কোটি টাকা কর দিয়ে পঞ্চম স্থানে বিরাট কোহলি। এই বছর প্রথম পাঁচ করদাতার মধ্যে নেই অক্ষয়। গত বছর একের পর এক ছবি ব্যর্থ হয়েছে বক্স অফিসে। কমেছে বিজ্ঞাপনও।

  • সর্বশেষ - বিনোদন