12 October 2024, 06:58:58 AM, অনলাইন সংস্করণ

ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা
16px

আগামীকাল থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যে কোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

এর আগে গত সপ্তাহে সর্বোচ্চ পাঁচ লাখ উত্তোলনের সুযোগ ছিল। তার আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ চার লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ, প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয়।

  • সর্বশেষ - সারাদেশ