8 October 2024, 12:23:38 AM, অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
16px

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে, এবি পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি।গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। তবে শনিবার এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন-মিজানুল ইসলাম (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা), গাজী মোনাওয়ার হুসাইন তামিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা), বি এম সুলতান মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা) ও আব্দুল্লাহ আল নোমান (সহকারী অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা)। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

  • সর্বশেষ - জাতীয়