০৮ সেপ্টেম্বার ২০২৪, ১৪:০০ মিঃ
পাকিস্তান ফরেন সার্ভিসের কর্মকর্তা আমনা বালুচকে দেশটির নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র সচিব পদে তিনি মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন।বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবুর্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা আমনা বালুচ আগামী ১১ সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগ দেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও টিভি।
মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজী ১০ সেপ্টেম্বর নিয়মিত চাকরি থেকে অবসরে যাচ্ছেন। তারপর তিনি পাকিস্তানের কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের (এফপিএসসি) সদস্য হিসাবে যোগ দেবেন। ইইউতে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে আমনা বালুচ মালয়েশিয়ায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী বালুচ ১৯৯১ সালে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের চাকরিতে যোগ দেন। তিনি চীনের চেংডুতে পাকিস্তানের কনসাল জেনারেলসহ বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :