যে সকল পুলিশ সদস্য গুলি চালিয়েছে তাদের গ্রেফতারের দাবি
প্রকাশ :
বৈষম্যবিরোধী আন্দোলনে যে সকল পুলিশ সদস্য ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে কেন্দ্রীয় সমম্বয়ক দল। কুষ্টিয়া জেলা প্রশাসন ও শহীদ পরিবারদের সাথে মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। সোমবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্বয়ক নুসরাত তাবাসসুম, ওয়াহিদ উজ্জামান, আকরাম হোসাইন রাজ, আশরেফা খাতুনসহ কেন্দ্রীয় ও জেলা সম্বয়ক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সমন্বয়করা কুষ্টিয়া জেলায় যেন কোন দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম না চলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এর আগে সকালে কুষ্টিয়ার শহর এলাকার থানাপাড়ায় ও হরিপুর ইউনিয়নে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় সমন্বয়করা। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আয়োজনে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে জেলা সকল সম্বয়কদের মতবিনিময় সভায় যোগ দেন।