2024-05-03 03:35:15 pm

২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

www.focusbd24.com

২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

১৪ মে ২০২০, ২১:৫৯ মিঃ

২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

নেত্রকোনার আটপাড়া উপজেলার ওপর দিয়ে হঠাৎ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে দুই শতাধিক ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।


বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে এ ঝড় বয়ে যায়। প্রায় ২০ মিনিটের ঝড়ে উপজেলার সাত ইউনিয়নের ২৫০ ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়।


একই সঙ্গে পল্লী বিদ্যুতের বেশকিছু তারের ওপর গাছ পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি বোরো ফসল এবং আমগাছের ব্যাপক ক্ষতি হয়েছে।


আটপাড়ার শুনই গ্রামের বাসিন্দা হাসান ইকবাল বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। ২০ মিনিটের ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়।


ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- শুনই ইউনিয়নের গোয়াতলা, শুনই, মনসুরপুর, ইছাইল, বানিয়াজান ইউনিয়নের আঁটিকান্দা, চারিয়া, ইটাখলা, কামতলা, পাহাড়রপুর, মোবারকপুর, দুওজ ইউনিয়নের যোগিনগুয়া, গোপালপুর এবং চারগাতিয়া।


এছাড়া উপজেলার অন্য চার ইউনিয়নেও ঝড়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ইউনিয়নের অন্তত ২৫০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সেলিম বলেন, কালবৈশাখী ঝড়ে বাড়িঘরের পাশাপাশি বোরো ফসল এবং ফলন্ত আম-কাঁঠাল গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়ায় বেশকিছু সড়কে চলাচল বন্ধ হয়ে গেছে। বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।


আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা বলেন, ঝড়ে বেশকিছু এলাকায় ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তথ্য সংগ্রহ করা হচ্ছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :