12 October 2024, 05:42:04 AM, অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার
16px

র‍্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নায়েব আলী জোয়ার্দার ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকার তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উল্লেখ, গত ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ ঘটনায় সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। ওই মামলার আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার।

  • সর্বশেষ - সারাদেশ