১৭ সেপ্টেম্বার ২০২৪, ১৫:০৯ মিঃ
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সোমবার (১৬ সেপ্টেম্বর) ইরাকি ক্লাব আল শর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। ভাইরাস জ্বরে আক্রান্ত থাকার কারণে আল নাসরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো, এই ম্যাচে থাকছেন না রোনালদো। গত মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল আল নাসর। এবারও শুরুটা তেমন ভালো হলো না তাদের।
যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ১৪তম মিনিটে নাসরকে এগিয়ে দেন সুলতান আল-ঘানাম। ওটাভিওর কাছে থেকে বল পেয়ে আল শর্তার গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান এই সৌদি ফুটবলার।
তবে দশ মিনিট পরই সমতায় ফেরে ইরাকি ক্লাব শর্তার। ম্যাচের ২৪ মিনিটে গোলটি করেন মোহাম্মদ দাউদ। প্রথমার্ধে ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় হাফে কোনো গোলই হয়নি। আল নাসর দ্বিতীয় হাফে অনেক চেষ্টা করে গোল করার। তবে আল শর্তারের ডিফেন্স ভাঙতে পারেনি তালিসকা-মানেরা।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :