১৯ সেপ্টেম্বার ২০২৪, ১১:২৪ মিঃ
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ থাকার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে এ কমিট গঠন করা হয়েছে।
গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারিগরি ত্রুটির কারণে বুধবার আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সকাল ৯টা ৪০ মিনিট থেকে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে রাত ৮টা ২৫ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ডিএমটিসিএল জানায়, ‘বিজয় সরণি ও ফার্মগেটের মাঝামাঝি স্থানে ভায়াডাক্টে ত্রুটি দেখা দেওয়ায় এ অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।’ এদিকে, আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ব্রিফিং করবেন।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :