2 November 2024, 04:01:16 AM, অনলাইন সংস্করণ

কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলর গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলর গ্রেফতার
16px

কুষ্টিয়া পৌরসভার মিটিং থেকে বের হওয়ার সময় তিন কাউন্সিলরকে গ্রেফতার করেছে র‍্যাব। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করতে তাদের কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ - সারাদেশ