শুক্রবার হাসান নাসরুল্লাহর দাফন?
প্রকাশ :
ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে প্রাণ হারানো হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জানাজা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আজ বৃহস্পতিবার জানিয়েছে, শুক্রবার হিজবুল্লাহ প্রধানের দাফনকার্য সম্পন্ন করা হবে। তবে তার জানাজার সময় ও স্থান নির্দিষ্ট করে জানানো হয়নি।
২৭ সেপ্টেম্বর হিজবুল্লাহর সদরদফতরে চালানো ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন। শনিবার বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। টানা ৩২ বছর হিজবুল্লাহর প্রধানের দায়িত্ব সামলেছেন নাসরুল্লাহ।
সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধারাও ইসরায়েলি ভূমি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।