6 November 2024, 08:22:42 AM, অনলাইন সংস্করণ

সাবেক এমপি শিউলি আজাদ ৮ দিনের রিমান্ডে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সাবেক এমপি শিউলি আজাদ ৮ দিনের রিমান্ডে
16px

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক স্বাগত সাম্য এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক রহমান খান পাঠান ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে সরাইল বিশ্ব রোড মোড় এলাকায় নিহত লিটনের পক্ষ্যে মাওলানা সুলতান উদ্দিন শিউলী আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ২ থেকে ৩শ জনের নামে সরাইল থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, গতকাল রবিবার রাতে ঢাকার নিকেতনে বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আজ সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির করা হয়।

  • সর্বশেষ - সারাদেশ