ব্রুকের ট্রিপল সেঞ্চুরি
প্রকাশ :
ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুককে মুলতান টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন। তিনি খেলেছেন ৩১৭ রানের মহাকাব্যিক ইনিংস। ক্যারিয়ারে এটিই ব্রুকের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইংল্যান্ডের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লে এই ব্যাটার। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ৩০০ করেছিলেন গ্রাহাম গুচ। সে ঘটনাও ৩৪ বছর আগের। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গুচ।
টেস্টের ইতিহাসে গেল পাঁচ বছরে কোনো ট্রিপল সেঞ্চুরি হয়নি। সর্বশেষ ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। আর টেস্টে সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এটি পঞ্চম ট্রিপল সেঞ্চুরি। ১৯৫৮ সালে প্রথমটি করেছিলেন কিংবদন্তি গ্যারি সোবার্স।
ব্রুক পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়েছেন ৩১০ বলে, যা দ্বিতীয় দ্রুততম। টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। ২০০৮ সালে চেন্নাইয়ে ২৭৮ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০০ ছুঁয়েছিলেন শেবাগ। পাকিস্তানের বিপক্ষে ব্রুক টেস্ট খেলেছেন ৪টি। সেঞ্চুরি করেছেন সব কটিতে, যার একটি ট্রিপল সেঞ্চুরি।