2 November 2024, 05:55:13 AM, অনলাইন সংস্করণ

মোদি সবচেয়ে ভালো মানুষ: ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

মোদি সবচেয়ে ভালো মানুষ: ট্রাম্প
16px

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সম্প্রতি একটি পডকাস্টে মোদিকে নিজের বন্ধু উল্লেখ করে ট্রাম্প বলেছেন, 'মোদি আমার দেখা সবচেয়ে চমৎকার মানুষদের একজন। তাকে বাইরে থেকে দেখে আপনার বাবা বলে মনে হবে। সবচেয়ে ভালো মানুষ তিনি।'

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিশ্ব নেতাদের নিয়ে ফ্ল্যাগ্র্যান্ট পডকাস্টে ডোনাল্ড ট্রাম্প নিজের ধারণা তুলে ধরছেন। সেই আলোচনাতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ এলে তাকে নিয়ে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। হিন্দু জাতীয়তাবাদী মোদির সঙ্গে ট্রাম্পের বেশ উষ্ণ সম্পর্ক। অপরদিকে ভারতের ডানপন্থীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্টের উল্লেখযোগ্য সমর্থক আছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে ২০১৯ সালে এক অনুষ্ঠানে ট্রাম্প ও মোদি পরস্পরের ব্যাপক প্রশংসা করেন। ওই অনুষ্ঠানে হাজার হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের সামনে একে অপরের ঘনিষ্ঠ ও মিত্র বলে উল্লেখ করেন তারা। প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেয় 'হাউডি মোদি' নামের ওই অনুষ্ঠানে। 

অপরদিকে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ বছরে ভারতের গুজরাটে বড় একটি সমাবেশের আয়োজন করেন মোদি। ওই সমাবেশে প্রায় এক লাখ জনসমাগম হয়েছিল। মোদির বিরুদ্ধে মুসলমানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগ থাকলেও ট্রাম্প পছন্দ করেন তাকে। বিভিন্ন বিতর্কিত সময়েও মোদির পক্ষ নিয়েছেন তিনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহারের সময় মোদির পাশে ছিলেন ট্রাম্প। 

এদিকে, আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এক জরিপে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে দুজনের মধ্যে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক