মেক্সিকোয় মাদক গ্যাংগুলোর সংঘর্ষ; নিহত বেড়ে ১৯২
প্রকাশ :
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে গত মাস থেকে মাদক কারবারিচক্রগুলোর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছে। গত বুধবার স্টেট পাবলিক সিকিউরিটি কাউন্সিল হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। কাউন্সিল জানায়, সিনালোয়া রাজ্যে গত ৯ সেপ্টেম্বর থেকে মাদকচক্রগুলোর মধ্যে সহিংসতায় প্রায় ২০০টি হত্যাকাণ্ড এবং ২২৬টি নিখোঁজ ঘটনার প্রতিবেদন পাওয়া গেছে। এ ছাড়া সহিংসতা থেকে বাঁচতে ২০০ পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
১৮০টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত দুই হাজার মানুষ চাকরি হারিয়েছেন। সিনালোয়ার গভর্নর বলেছেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে রাজ্যে গত সপ্তাহে ৫৯০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘ন্যাশনাল গার্ড, এয়ার ফোর্স, নেভি এবং স্টেট পুলিশ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে, যারা আমাদের সহিংসতা থামাতে সাহায্য করছে।