13 December 2024, 12:26:04 AM, অনলাইন সংস্করণ

বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে আগুন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে আগুন
16px

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবনে (মেডিসিন ওয়ার্ড) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালের দিকে ভবনটির নিচ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, অগ্নিকাণ্ড দেখে রোগীর স্বজনরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানান। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আগুন লাগার খবর শুনে বিভিন্ন ওয়ার্ড থেকে রোগী ও রোগীর স্বজনরা ছুটাছুটি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসে এবং গুরুতর অসুস্থ রোগীকে আনসার সদস্যরা নিচে নামাতে সহায়তা করে। এছাড়া মেডিসিন ওয়ার্ড থেকে অসুস্থ সকল রোগীকে সরিয়ে পুরাতন ভবনের ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

  • সর্বশেষ - সারাদেশ