ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, হতাহত ৭১
প্রকাশ :
ইসরায়েলি সেনা ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবনানের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে এই ড্রোন হামলা চালানো হয় হিজবুল্লাহ। এতে ৭১ ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এর মধ্যে চারজন নিহত ও ৬৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনইয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালায় হিজবুল্লাহ। ওই এলাকাটি ইসরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে।
ইসরায়েলের সামরিক রেডিওতে হিজবুল্লাহর ড্রোন হামলায় তিনজন নিহত হওয়ার খবর প্রচার করা হয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, আহতের সংখ্যা ৩৯। যদিও পরবর্তী সময়ে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছে অন্তত ৬৭ জন।