12 December 2024, 10:01:46 PM, অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ওবায়দুল কাদেরের দুর্নীতি অনুসন্ধানে দুদকে আবেদন
16px

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেছেন। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এই আইনজীবী।

আবেদনে ওবায়দুল কাদের ছাড়াও তার দুই ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলার আর্জি জানানো হয়েছে।

অন্যদিকে, দুদকের সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদসহ তার তিন ভাইয়ের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানের পাশাপাশি এ বিষয়ে মামলা করতে চেয়ে পৃথক আবেদন করেছেন আইনজীবী সুলতান মাহমুদ।

  • সর্বশেষ - রাজনীতি