13 December 2024, 12:03:35 AM, অনলাইন সংস্করণ

মিয়ানমার থেকে এলো ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মিয়ানমার থেকে এলো ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ
16px

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে একটি ট্রলারে করে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পেঁয়াজ ভর্তি ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায় বলে জানান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, স্থানীয় ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজের’ মালিক এসব পেঁয়াজ আমদানি করেছেন। পেঁয়াজগুলো ট্রলার থেকে খালাস করা হচ্ছে। পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

স্থলবন্দরের কাস্টমস জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বরের পর থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। প্রায় এক বছর পর মিয়ানমার থেকে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বি এম আব্দুল্লাহ আল মাসুম জানান, পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ - সারাদেশ