12 December 2024, 11:28:51 PM, অনলাইন সংস্করণ

পানাথিনাইকোসের বিপক্ষে বড় জয় পেল চেলসি

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

পানাথিনাইকোসের বিপক্ষে বড় জয় পেল চেলসি
16px

উয়েফা কনফারেন্স লিগে পানাথিনাইকোসের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে চেলসি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পানাথিনাইকোসের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই জয়ে ইংলিশ ক্লাব পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো।

দুইবার করে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ শিরোপা জেতা চেলসি এবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে। কনফারেন্স লিগের প্রথম ম্যাচে বেলজিয়ান ক্লাব গেন্টের বিপক্ষে বড় জয়ের পর এবার গ্রিক ক্লাবটির বিপক্ষেও সহজ জয় পেয়েছে এনজো মারেস্কার দল।

ম্যাচটির প্রথম হাফে এক গোলে লিড পায় চেলসি। ২২তম মিনিটে ফেলিক্স চেলিকে এগিয়ে দেন। দ্বিতীয় হাফের প্রথম পনের মিনিটে আরও তিন গোল করে মারেস্কার দল।

৪৮ মিনিটে মুদরিখ, ৫৫ মিনিটে আবারও ফেলিক্স আর ৫৯ মিনিটে চেলসির চতুর্থ গোলটি আসে ফরাসি স্ট্রাইকার এনখুনকুর পা থেকে। এর ১০ মিনিট পর অবশ্য এক গোল শোধ দেয় স্বাগতিক ক্লাব পানাথিনাইকোস। তবে শেষে পর্যন্ত এই ৪-১ গোলে জয় নিয়েই মাঠে ছাড়ে চেলসি।

  • সর্বশেষ - খেলাধুলা