12 December 2024, 11:37:41 PM, অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন বিবেচনাকারী বিচারক পরিবর্তন

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন বিবেচনাকারী বিচারক পরিবর্তন
16px

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যে বিচারকের কাছে আবেদন করা হয়েছিল তাকে পরিবর্তন করা হচ্ছে। শুক্রবার আইসিসি এ ঘোষণা দিয়েছে।আইসিসি জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে একজন বিচারককে প্রতিস্থাপন করা হবে।

আদালতের এই পদক্ষেপের কারণে মামলায় আরও বিলম্ব হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। কারণ মামলার ফাইল পর্যালোচনা করতে নতুন বিচারকের সময়ের প্রয়োজন হবে। মে মাসে আদালতের কৌঁসুলি নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের পাশাপাশি তিনজন হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলেন। কৌঁসুলি জানিয়েছিলেন, এরা সবাই যুদ্ধাপরাধী এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে।

আইসিসির সভাপতি বলেছেন, মামলার প্রধান বিচারক রোমানিয়ার ম্যাজিস্ট্রেট ইউলিয়া মোটোককে শুক্রবার স্বাস্থ্যগত কারণে পরিবর্তনের কথা বলা হয়েছে। অবিলম্বে স্লোভেনীয় আইসিসি বিচারক বেটি হোহলারকে তার স্থলাভিষিক্ত করা হবে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক