6 November 2024, 08:23:51 AM, অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

গোপালগঞ্জে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
16px

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার আসামি সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের এলজিইডি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে জেলা সদরের এলজিইডি অফিস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। এ মামলায় গ্রেফতার সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদারকে আসামি করা হয়।

  • সর্বশেষ - সারাদেশ