যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুরে গ্রেফতার ২৯
প্রকাশ :
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে পুলিশ সদরদফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প জি ব্লকের ৫০৮ নম্বর বাসার ৪র্থ তলা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি এবং পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়।
ওই রাতে আরেকটি অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নয়জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা, দুটি সামুরাই, একটি চাপাতি, একটি ছুরি ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় তিনজন সক্রিয় ডাকাত সদস্য, দস্যুতা মামলায় পাঁচজন, চুরি মামলায় তিনজন পেশাদার চোর এবং ডিএমপি অ্যাক্টে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।