6 November 2024, 07:19:10 AM, অনলাইন সংস্করণ

৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ
16px

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এর আগে ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

ইনিংসে প্রথম ওভারের পঞ্চম বলে ওপেনার সাদমান ইসলামের উইকেট নেন কাগিসো রাবাদা। ডাউন লেগের বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার। ৬ বলে ০ রানে বিদায় নেন সাদমান।

রাবাদার দ্বিতীয় শিকার হন জাকির হাসান। ৮ বলে মাত্র ২ রান করে বিহাইন্ড দ্য উইকেটে ভেরেইনের হাতে ধরা পড়েন বাঁহাতি ব্যাটার। ইনিংসের ষষ্ঠ ওভারে ডেন পিটারসনের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ধরা পড়েন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়।

এরপর নাইট ওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদকে নামায় বাংলাদেশ। পরের ওভারে আউট হয়ে যান হাসানও। কেশব মহারাজের বলে বোল্ড হয়ে যাওয়ার আগে ৭ বলে ৩ রান করেন তিনি।

  • সর্বশেষ - খেলাধুলা