12 December 2024, 11:35:14 PM, অনলাইন সংস্করণ

কমনওয়েলথে নতুন প্রজন্মের ভূমিকা তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

কমনওয়েলথে নতুন প্রজন্মের ভূমিকা তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা
16px

সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র সামায়ার রাজধানী আপিয়ায় ছয় দিনব্যাপী কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হ‌য়ে‌ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২১-২৬ অক্টোবর সামায়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠিত ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। কমনওয়েলথ সভাপতি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ২৫ অক্টোবর সম্মেলন উদ্বোধন করেন।

পররাষ্ট্র উপদেষ্টা ২৬ অক্টোবরে সরকার প্রধানদের রি‌ট্রেট-এ বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে তিনি বাংলাদেশের সাম্প্রতিক স্বৈরাচারী সরকার পরিবর্তনের পটভূমি এবং পরিবর্তনে তরুণ প্রজন্মের ত্যাগ ও অবদেন তুলে ধরে টেকসই ভবিষ্যৎ গড়ার নিমিত্তে কমনওয়েলথের ১.৫ বিলিয়ন তরুণদের অধিকতর সম্পৃক্ত করার বিষয়ে আলোকপাত করেন।

তিনি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে কমনওয়েলথ নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে কমনওয়েলথ রাষ্ট্রগুলোর নেতারা বৈশ্বিক অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি, সদস্য রাষ্ট্রগুলোর নিজেদের মধ্যে অধিকতর যোগাযোগ, বাণিজ্য এবং টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ - জাতীয়