12 December 2024, 10:49:52 PM, অনলাইন সংস্করণ

আবারও অধিনায়ক হয়ে ফিরছেন কোহলি!

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

আবারও অধিনায়ক হয়ে ফিরছেন কোহলি!
16px

আবারও অধিনায়কের ভূমিকায় দেখা যাবে বিরাট কোহলিকে। যদিও সেটা জাতীয় দলে নয়, আইপিএলে। ২০২১ আইপিএলের পর আরসইবির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে।

কোহলি দায়িত্ব ছাড়ার পর ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। তবে তাতে সফলতা এনে দিতে পারেননি প্রোটিয়া এই অধিনায়ক। এর আগে ৯ বছর বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি। তার অধীনেও শিরোপা জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে কোহলির অধীনে ২০১৬ সালে ফাইনাল খেলেছিল দলটি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামনের আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। ফলে আগামী আসরে অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতের সাবেক এই অধিনায়ককে। কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। যেখানে ৬৬ ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে ৭০টি। এছাড়া তিনটি টাই এবং চারটি ম্যাচে কোনো ফল হয়নি।

  • সর্বশেষ - খেলাধুলা