12 December 2024, 10:51:14 PM, অনলাইন সংস্করণ

যে কারণে শ্রেয়াস-স্টার্ককে ছেড়ে দিল কেকেআর

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

যে কারণে শ্রেয়াস-স্টার্ককে ছেড়ে দিল কেকেআর
16px

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলের ভেতরে ১০ দলকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিতে হবে। ডেডলাইন শেষ হতেই কলকাতা নাইট রাইডার্সও জানিয়ে দিল আগামী মৌসুমে কোন ছয় ক্রিকেটারকে ধরে রাখা হবে। প্রকাশিত হলো নাইটদের ‘রিটেনশন’ তালিকা।

প্রত্যাশা মতোই রিটেন করা হয়েছে- আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। বাদ অধিনায়ক শ্রেয়াস আইয়ার, সহ-অধিনায়ক নীতীশ রানা ও তারকা পেসার মিচেল স্টার্ক!

অধিনায়ক শ্রেয়াসকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে জানা যাচ্ছে, কেকেআরের কাছে বিশাল দর হাঁকিয়েছিলেন শ্রেয়াস। তার এই দাবি মানতে রাজি ছিল না নাইট ম্যানেজমেন্ট। যার ফলে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও ফলপ্রসূ হয়নি। তার নেতৃত্বে সবশেষ আসরে দল চ্যাম্পিয়ন হলেও খুব একটা ভালো ছিল না তার পারফরম্যান্স।

তাছাড়া ২০১২ সালে ১২.২৫ কোটিতে তাকে কেনার পর ২০২৩ মৌসুমে খেলতে পারেননি তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ২৯ ম্যাচে ৩৪.১৪ গড় ও ১৪০ স্ট্রাইক রেটে তার রান ৭৫২। সম্প্রতি তার ফিটনেস, বর্তমান ফর্ম, ভারতীয় দল থেকে বাদ পড়ার পর শ্রেয়সের পিছনে বিশাল অঙ্ক খরচ করতে চায়নি কেকেআর।

অন্যদিকে গত মৌসুমে ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে ভেড়ায় কেকেআর। মৌসুমে ১৪ ম্যাচে ১০.৬১ ইকোনমিতে ১৭ উইকেট নিয়েছেন এই পেসার। তবে তার পারিশ্রমিক নিয়ে আছে প্রশ্ন।

  • সর্বশেষ - খেলাধুলা