আল হিলালের কাছে পয়েন্ট খোয়াল আল নাসর
প্রকাশ :
সৌদি প্রো লিগের রিয়াদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আল নাসর ও আল হিলাল ১-১ ব্যবধানে ম্যাচ ড্র করে। তালিস্কার গোলে আল নাসর এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষে আল হিলালকে সমতায় ফেরান মিলিনকোভিচ স্যাভিচ। ঘরের মাঠে আল নাসরের শুরুটা হয় দুর্দান্ত।
প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। ওতাভিওর দেওয়া ক্রস বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন তালিস্কা। ৩৮তম মিনিটে বল জালে পাঠান আল হিলালের আলেক্সান্ডার মিত্রোভিচ। ডান দিক থেকে করা কর্নার থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিনি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
৪২তম মিনিটে বল জালে পাঠান তালিস্কা। মাঝমাঠ থেকে ওতাভিওর দেওয়া থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন তিনি। তবে অফসাইডের কারণে এই গোলটিও বাতিল হয়ে যায়। বিরতির পর আরও একবার বল জালে পাঠায় স্বাগতিকরা। ব্রোজোভিচের শট আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বোনো ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠান তালিস্কা। ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
৭৭তম মিনিটে গিয়ে গোল পায় আল হিলাল। আল দাওয়াসারির ব্যাকহিল পাস থেকে বল পান লোদি। তার দেওয়া ক্রস হেডে জালে পাঠান মিলিনকোভিচ স্যাভিচ। ৮৫তম মিনিটে বল টেনে নিয়ে বক্সে শট নেওয়ার আগে আল নাসর গোলরক্ষকের ফাউলের শিকার হন মিত্রোভিচ।
এতে পেনাল্টির আবেদন জানায় আল হিলাল। পরে ভিএআর দেখে পেনাল্টি পাওয়া হয়নি সফরকারীদের। শেষদিকে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুদলকে। ৯ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আল হিলাল। সমান ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। ৮ জয় ও ১ হারে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল ইত্তিহাদ।